পাবনাা শহরের রাঘবপুর নামক স্থানে শীতলাই হাউজ অবস্থিত। চাটমোহরের শীতলাই জমিদারদের পাবনা শহরে নির্মিত সুরমা ভবনই শীতলাই হাউজ নামে পরিচিত। জানা যায়, শীতলাই অঞ্চলের জমিদার যোগেন্দ্রনাথ মৈত্র শীতলা গ্রাম পরিত্যাগ করে পাবনা শহরে ১৯০০ খ্রিষ্টাব্দে শীতলাই হাউস নির্মান করেন। পরবর্তীতে পাকিস্থান আমলে মালিকগণ দেশ ত্যাগ করায় ভবনটি সরকারি সম্পত্তিতে পরিণত হয় এবং এডরুক ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক এই জমিটি সরকারের নিকট থেকে ক্রয় করেন। এডরুক লিঃ এর ১৯৪৮ সনে কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মরহুম আব্দুল হামিদ খাঁন। ১৯৪৮সালে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মরহুম আঃ হামিদ খান সাহেবের সুষ্ঠু পরিচালনায় ১৯৬৭ সন পর্যন্ত প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালিত হয়ে স্বর্ণ পদক প্রাপ্ত হয়। ব্যবস্থাপনা পরিচালক এর মৃত্যুর পর একের পর এক নানা হাত বদলের কারণে এবং ১৯৮২ সালের ঔষধ নীতির কারণে এডরুকের করুন পরিনতি ঘটে। ১৯৬৭ হতে ১৯৯৯সন পর্যন্ত নানা প্রতিকুলতার মধ্য দিয়ে অনেক বাঁধা বিপত্তি পেরিয়ে বর্তমানে একটি সন্তোষজনক অবস্হায় এসেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস