Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিশেষ অর্জন

উন্মুক্ত পদ্ধতিতে জনসাধারণের অংশগ্রহনে বিধবা ভাতা ও বয়স্ক ভাতা বিতরণ

জনগনের দোড়গোরায় প্রশাসন

উপজেলা সমাজসেবা অফিস ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনির (সোশাল সেফটি নেট প্রোগ্রাম) এর আওতায় প্রথাগতভাবে ইউনিয়ন কমিটির মাধ্যমে সুবিধাভোগী বাছাই করা হয় এবং সরকারের বরাদ্দ সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হয়ে থাকে। ফলে বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা অনেকক্ষেত্রে উপেক্ষিত হয়। এ কারণে প্রকৃত সুবিধাভোগী বাছাইয়ের ক্ষেত্রে স্বজনপ্রিয়তা অস্বচ্ছতা ও দূর্নীতিমূলক কর্মকান্ড প্রায়ক্ষেত্রেই পরিলক্ষিত হয়। ফলে সরকারের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নের পরিবর্তে জনগণের অর্থের অপচয় ঘটে এবং দরিদ্র জনগোষ্ঠির সম্পদের প্রাপ্যতা/ গম্যতার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়ে উন্নয়ন ব্যহত হয়। এই অচলায়তনকে ভাঙ্গতে জেলা প্রশাসক, পাবনা মহোদয় এক অনন্য বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেন। এর আওতায় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, ইলেক্ট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে গত ২৪/০৩/২০০৯ তারিখে উপজেলা সমাজসেবা অফিসের আওতায় অষ্টমনিষা ইউনিয়নের ৪১ জন প্রকৃত বয়স্ক ব্যক্তিকে বাছাই করে তালিকাভূক্ত করা হয় এবং পরবর্তীতে প্রত্যেককে বাৎসরিক ৩০০০/-(তিন হাজার) টাকা প্রদান করা হয়। একই দিনে উপজেলা মহিলা বিষয়ক অফিসের আওতায় উক্ত ইউনিয়নের ৬৩ জন বিধবা মহিলাকে বাৎসরিক ৩০০০/- (তিন হাজার) টাকা করে প্রদানের লক্ষ্যে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।