০১. জেলা প্রশাসনের ডিজিটাল সেবা:
জাতীয় ই-সেবা সিস্টেম (NESS)
জেলা ই-সেবা কেন্দ্র এখন জাতীয় ই-সেবা কেন্দ্র আরোও একধাপ এগিয়ে:
জেলা ই-সেবা কেন্দ্র স্থাপনের লক্ষে২০১০ সালের এপ্রিল মাসে বর্তমান সেবা প্রদানের সনাতন পদ্ধতির খুটিনাটি দিক নিয়ে পর্যালোচনা শুরু হয়। এ পর্যায়ে সেবা প্রদানকে কীভাবে আধুনিক, সহজ এবং নাগরিকবান্ধব করে তোলা যায় সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হয়। সেবা প্রদানের সনাতন পদ্ধতি থেকে ডিজিটাল পদ্ধতিতে উত্তরণের লক্ষে মে মাসে একটি ওয়ান স্পট কাউন্টার স্থাপনের ডিজাইন করা হয়। এ ওয়ান স্টপ কাউন্টার থেকে একজন নাগরিক নকল পাওয়াসহ সব ধরনের সেবার জন্য আবেদন করতে এবং সেখান থেকে তা সংগ্রহ করতে পারবে। এ কাউন্টারের নাম দেয়া হয় জেলা ই-সেবা কেন্দ্র। পরীক্ষামূলকভাবে পাবনা জেলায় জেলা ই-সেবা কেন্দ্র সিস্টেম চালু করা হয় ২৬ সেপ্টেম্বর ২০১১খ্রি: তারিখে। এবং পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ নভেম্বর ২০১১খ্রি: সারাদেশের ৬৪টি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ই-সেবা কেন্দ্র এর আনুষ্ঠানিক উদ্বোধন করে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের স্বপ্ন পূরণকে আরও একধাপ উন্নীত করেন। জেলা ই-সেবায় কাজ করার সময় কিছু খুটিনাটি সমস্যা দেখা দেয় পরবর্তীতে এই সমস্ত সমস্যাগুলো দূর করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি টিম গঠিত হয় যে টিমের নাম দেওয়া হয় জাতীয় ই-সেবা সিস্টেম (NESS)টিম। এই টিমের সদস্যরা জেলা ই-সেবা’র সকল সমস্যা দূর করে নতুন একটি সিস্টেম তৈরী করে যার নাম দেওয়া হয় জাতীয় ই-সেবা সিস্টেম (NESS)। জেলা প্রশাসনের সকল সেবা এখন জাতীয় ই-সেবা সিস্টেম (NESS) এর মাধ্যমে জনগণকে অতিদ্রুত এবং সহজে প্রদান করা হয়।
জাতীয় ই-সেবা সিস্টেম (NESS) এর মাধ্যমে যে সকল সেবা প্রদান করা হয়:
নাগরিক, দাপ্তরিক ও নকলের আবেদন সমূহ দ্রুত নিষ্পত্তির লক্ষে জাতীয় ই-সেবা সিস্টেম (NESS) এরমাধ্যমে জেলা ই-সেবা কেন্দ্র, জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রদান করা হয়।
সেবা কিভাবে প্রদান করা হয়:
সরাসরি আবেদন:
জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত জেলা ই-সেবাকেন্দ্রে সশরীরে এসে আবেদন করা যায়। সরাসরি প্রাপ্ত আবেদন থেকে আবেদনকারীর নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ই-মেইল (যদি থাকে), জতীয় পরিচয়পত্র নং (যদি থাকে), আবেদনের বিষয় ইত্যাদি সাধারণ তথ্যসমূহ সংরক্ষণ করা হয়। তথ্যসমূহ সংরক্ষণের পাশাপাশি আবেদনকারিকে একটি প্রাপ্তিস্বীকারপত্র দেয়া হয়। এ প্রাপ্তি স্বীকারপত্রে একটি গ্রহণ নাম্বার দেয়া হয়। যেটা দিয়ে সেবা প্রত্যাশী তার সেবা প্রাপ্তির সর্বশেষ অবস্থা জানতে পারেন।
ডাকযোগে কিভাবে আবেদন করবেন:
* ডাকযোগে আবেদনপত্রের সাথে আপনার ঠিকানাসহ ডাকটিকিটযুক্ত ফিরতি খাম পাঠাতে হবে।
* রেকর্ডরুম থেকে নকল পেতে চাইলে আবেদনপত্রের সাথে কোর্ট ফি পাঠাতে হবে।
* আবেদনপত্রের সাথে আবেদনকারীর অথবা আবেদনকারীর পরিচিতজনের মোবাইল অথবা ই-মেইল উল্লেখ করতে হবে।
* এই মোবাইল নম্বর অথবা ই-মেইলে আপনাকে আবেদন নম্বর পাঠানো হবে।
* উপজেলা ই-সেবা কেন্দ্র হতে একইভাবে সেবা পাওয়া যাবে।
অনলাইনে কিভাবে আবেদন করবেন:
* জাতীয় ওয়েব পোর্টাল www.pabna.gov.bd থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করুন।
* আবেদনে আনপার অথবা আপনার পরিচিতজনের মোবাইল নম্বর অথবা ই-মেইল নম্বর উল্লেখ করুন।
* এই মোবাইল নম্বর বা ই-মেইলে আপনাকে আবেদন নম্বর পাঠানো হবে।
* প্রাপ্ত আবেদন নম্বরটি সংরক্ষণ করুন।
* রেকর্ডরুম থেকে নকল পেতে চাইলে আবেদন নম্বরটি সাদা কাগজে লিখে কোর্ট ফিসহ সশরীরে অথবা ডাকযোগে জেলা ই-সেবা কেন্দ্রে পাঠান।
* ইন্টারনেটে আবেদন করার নিয়ম জানতে e-service@dcpabna.gov.bd ঠিকানায় ই-মেইল করুন।
সেবা পাওয়ার অগ্রগতি কিভাবে জানবেন:
* আবেদন নম্বরসহ নিজে আসুন বা অন্য কাউকে জেলা ই-সেবা কেন্দ্রে পাঠান।
* ০৭৩১-৫২২১১ বা ০১৭৬১৫০১৯৪০ নম্বরে টেলিফোন করুন এবং আবেদন নম্বরটি বলুন।
* আবেদন নম্বরটি যেকোন মোবাইল থেকে ১৬৩৪৫ নম্বরে এসএমএস করলে ফিরতি এসএমএস পাবেন।
জেলা ই-সেবার কারণে যে সকল সুবিধা হচ্ছে:
১. আবেদনকারীকে তার আবেদনের নম্বরসহ একটি প্রাপ্তি স্বীকারপত্র দেয়া হচ্ছে, এবং প্রাপ্তি স্বীকারপত্রে সেবা পাবার তারিখ উল্লেখ থাকছে।
২. আবেদন নম্বর দিয়ে জনগণ মোবাইল বা ই-মেইলের মাধ্যমে তার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারছে।
৩. জনগণের তথ্য অধিকার আইন নিশ্চিত হচ্ছে।
৪. ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়েও ই-সেবার জন্য জনগণ আবেদন করছে, এতে অর্থ ও সময় সাশ্রয় হচ্ছে, পরিশ্রম কম হচ্ছে।
৫. সকল আবেদনের স্ক্যান কপি সংরক্ষিত হচ্ছে। কোন আবেদন হারিয়ে যাবার সুযোগ নাই।
৬. অফিসের কাজের গতি বেড়ে গেছে, জনগণ দ্রুততম সময়ে কাঙ্খিত সেবাটি পাচ্ছে।
৭. তথ্য ও প্রযুক্তি ব্যবহারের ফলে (এসএমএস, ই-মেইল) তথ্য প্রবাহ অবাধ হচ্ছে এবং জনগণের ক্ষমতায়ন হচ্ছে।
০২. ন্যাশনাল ওয়েব পোর্টাল (NPF):
ন্যাশনাল ওয়েব পোর্টালের মাধ্যমে পাবনা (www.pabna.gov.bd) জেলার সকল সরকারি অফিস সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া আছে। জনগণ অতি সহজে যে কোন অফিসের কি সেবা কিভাবে পাবেন, সেবা এবং ধাপসমূহ, সিটিজেন চার্টার, গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ, সাংগঠনিক কাঠামো, কর্মকর্তাবৃন্দের ছবিসহ তথ্য, তথ্য প্রদানকারী কর্মকর্তার তথ্য, কর্মচারীবৃন্দের ছবিসহ তথ্য, বিজ্ঞপ্তি, ডাউনলোড অপশন, আইন ও সার্কুলার, ফটোগ্যালীতে কার্যক্রমের তথ্যচিত্র, যোগাযোগের জন্য মোবাইল নম্বর, ফোন নং, ই-মেইল ঠিকানাসহ অফিসের ঠিকানা দেওয়া আছে। এতে কোন তথ্যের জন্য কাউকে সশরীরে সেই অফিসের যেতে হবে না। বিশ্বের যে কোন প্রান্ত থেকে যে কেউ অনলাইনের মাধ্যমে ন্যাশনাল ওয়েব পোর্টালের মাধ্যমে তার কাঙ্খিত সেবাটি পেতে পারেন।
০৩. ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র (ইউ.আই.এস.সি) সমূহ:
Ø জেলার নাম: পাবনা।
Ø ইউআইএসসি এর সংখ্যা: ৭৩টি।
Ø চলমান ইউআইএসসি এর সংখ্যা: ৭৩টি।
Ø সব্বোর্চ আয়কারী ইউআইএসসি সমূহ:
অবস্থান | উপজেলা | ইউআইএসসি’র নাম | সেবাগ্রহীতা | আয় |
১ম স্থান | সাঁথিয়া | কাশিনাথপুর | ৯৪৭৪ | ৫৯৮২৬৭/- |
২য় স্থান | চাটমোহর | ছাইকোলা | ৯৪৭৬ | ৫৫৬৯০৫/- |
৩য় স্থান | পাবনা সদর | আতাইকুলা | ৯৩১৮ | ৩৪২৮০১/- |
Ø সর্বশ্রেষ্ট উদ্যোক্তা ০৩ (তিন) জন (২০১১-১২ বৎসরে):
ক্রমিক নং | উদ্যোক্তার নাম | ইউআইএসসি’র নাম | উপজেলা |
০১ | মোছা: শিরিন আক্তার | মালিগাছা ইউআইএসসি | পাবনা সদর |
০২ | মো: শরিফুল ইসলাম খান | আতাইকুলা ইউআইএসসি | পাবনা সদর |
০৩ | মো: ইকবাল হোসেন | ছাইকোলা ইউআইএসসি | চাটমোহর |
ইউআইএসসি হতে বর্তমানে প্রদানকৃত সেবাসমূহ:
Ø কম্পিউটার কম্পোজ
Ø ই-মেইল
Ø ইন্টারনেট
Ø ছবি তোলা
Ø কম্পিউটারপ্রশিক্ষন
Ø বিভিন্ন সরকারী ফরম
Ø জমির খতিয়ানের জন্য আবেদন ও সরবরাহ
Ø মোবাইল ব্যংকিং
Ø ফটোকপি
Ø জীবন বীমা
Ø প্লাস্টিক আইডি কার্ড
Ø ছাপার কাজ
Ø বিদ্যুত বিল গ্রহণ
Ø বিদেশে যাওয়ার জন্য জি টু জি পদ্ধতিতে রেজিস্টেশন ফর্ম পূরণ
Ø অনলাইনে বিভিন্ন চাকরীর আবেদন করা ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফর্ম পূরণ ইত্যাদি।
ইউআইএসসি কে আরও কার্যকর করার জন্য সুপারিশসমূহ:
Ø নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ
Ø দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ
Ø দক্ষ উদ্যোক্তা সৃষ্টি
Ø জনপ্রতিনিধিদের সহযোগীতা প্রাপ্তি নিশ্চিত করন
Ø সরকারী অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে সহযোগীতা নিশ্চিত করন
ইউআইএসসি এর উদ্যোক্তাগণের প্রশিক্ষণ সমূহ:
Ø ইউআইএসসি স্থাপন সংক্রান্ত প্রশিক্ষণ
Ø মানব সম্পদ উন্নয়ন কর্মসূচীর আওতায় মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ
Ø রাজশাহী বিভাগের বিদ্যুৎ সংযোগ বিহীন ইউনিয়নে ই-সেন্টার স্থাপন কর্মসূচীর আওতায় উদ্যোক্তাদের প্রশিক্ষণ
Ø ওয়েব পোর্টাল বিষয়ক প্রশিক্ষণ
Ø লার্নিং এন্ড আর্নিং বিষয়ক প্রশিক্ষণ
০৪. বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
প্রকল্প | ১১ কেভি লাইন | ০.৪ কেভি লাইন | ১১/০.৪ কেভি উপকেন্দ্র | ৩৩/১১ কেভি উপকেন্দ্র | মন্তব্য |
৩টি বিদ্যুৎ বিতরণ প্রকল্প | ৯১.২৫ কি.মি. | ৯৩.৩৭ কি.মি. | ১২৮টি ৫৬ কি.মি. | ৩৩ এমভিএ ১টি ৫ এমভিএ ১টি | ঈশ্বরদী, পাবনা প্রকল্পের কাজ সমাপ্ত, সরবরাহের কাজ চলমান। |
০৫. পল্লী বিদ্যুতায়ন বোর্ড
প্রকল্পের নাম | বরাদ্দের পরিমাণ | চলমান প্রকল্পের অগ্রগতির হার |
২টি পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ কার্যক্রম | ১৫১৯.৬৪ (লক্ষ টাকা) | ৭৫% |
০৬. পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১
উপজেলা | আবাসিক | বাণিজ্যিক | সেচ | শিল্প | অন্যান্য | মোট | নির্মিত লাইন কি.মি |
চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, আটঘরিয়া, পাবনা সদর, ঈশ্বরদী | ২০৪৯১ | ১০৩১ | ৪৯৬ | ৩০০ | ২০২ | ২২৫২০ | ৩০৩.৪৩ |
০৭. পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২
প্রকল্প | অর্থ বছর | লাইন নির্মাণ | সংযোগ সংখ্যা |
অর্থ বছর ভিত্তিক লাইন নির্মাণ | ২০০৮-২০১৪ | ৪৯৬৫০৮ | - |
অর্থ বছর গ্রাহক সংযোগ | ২০০৮-২০১৪ | - | ৪২৪২৮ |
০৮. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন
প্রকল্পের নাম | বরাদ্দের পরিমাণ | শুরুর তারিখ | সমাপ্তির তারিখ |
বিসিক শিল্প নগরী সম্প্রসারণ | ৪৬.৬৬ কোটি | ২০১২-১৩ | ২০১৪-১৫ |
০৯. পিটিআই
প্রকল্পের নাম | প্রকল্পের সংখ্যা | বরাদ্দের পরিমাণ | প্রকল্পের বর্ণনা | শুরুর তারিখ | সমাপ্তির তারিখ | সুবিধাভোগীর সংখ্যা |
প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী | ২টি | সরকারি বরাদ্দ ২৭৩০০০০.০০ অভ্যন্তরীন উৎস ১৭০০০০.০০ | ২০টি কম্পিউটার ইন্টারনেটসহ | ০১/০৭/১১ | ৩০/০৬/১৩ | ১১৩০ জন |
১০. আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
প্রকল্পের নাম | বরাদ্দের পরিমাণ | বর্ণনা | শুরুর তারিখ | সমাপ্তির তারিখ | সুবিধাভোগীর সংখ্যা |
আনসার ভিডিপি এসএম ব্যারাক | ১৮৩.৫৮ (লক্ষ) | ৪ তলা ভবন | ৩১/০৩/১১ | - | ৮৩১৪৮ জন |
১১. শিক্ষা প্রকৌশল অধিদপ্তর
প্রকল্পের বিষয় | বরদ্দের পরিমাণ | শুরুর তারিখ | সমাপ্তির তারিখ |
১৮ টি কলেজ ভবন ৬৮টি মাধ্যমিক স্কুল ভবন ১১টি মাদ্রাসা ভবন | ১৩৯১৬.৮৪ লক্ষ টাকায় | ২০১১ | ৩০ডিসেম্বর ২০১২ |
১২. জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিরাপদ পানি সরবরাহ,স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন নির্মাণ, আর্সেনিক দূরীকরণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে আসছে। পাবনা জেলাধীন পানির উৎস্য স্থাপন, পাইপ লাইনের মাধ্যমে গ্রামীণ, পৌরসভার পানি সরবরাহ, উন্ম জলাধর নির্মাণ, পানি শোধনাগার নির্মাণ, ল্যাট্রিন ওটরলেট নির্মাণ, আর্সেনিক দূরীকরণ প্রকল্প ২৬৭৪.১০ লক্ষ টাকা বরাদ্দকৃ টাকা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
পাবনার সুজানগর উপজেলায় গৃহী ত উন্নয়ন কার্যক্রম
প্রকল্পের সংখ্যা | বরাদ্দকৃত অর্থ | বর্ণনা | শুরুর তারিখ | সমাপ্তির তারিখ | সুবিধাভোগীর সংখ্যা |
০৭টি | ৭৪৩.৬১(লক্ষ টাকা) | পানির উৎস্য স্থাপক | ০১/০৭/২০০৮ | ৩০/০৬/২০১২ | ৩০২০৯২জন |
১৩. স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
প্রকল্প নাম | বরাদ্দের পরিমাণ | শুরুর তারিখ | সমাপ্তির তারিখ |
৩০থেকে ৫০ শর্য্যা বিশিষ্ট হাসপাতাল উন্নীতিকরণ প্রকল্প | ২৭৩৮.৩১ (লক্ষ টাকা) | ২০০৮,২০০৯ | ২০০১২ |
১৪.স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর
প্রকল্পের নাম | বরাদ্দকৃত অর্থ | সড়ক | ব্রিজ | গ্রোথ সেন্টার | বিদ্যালয় | ইউনিয়ন কমপ্লেক্স | সুবিধাভোগীর সংখ্যা |
৯টি উপজেলায় অবকাঠমো উন্নয়ন প্রকল্প | ৩৩৫.২৬ | ৬১৯ কি:মি | ১৬৭৬.৭৫মি | ৫টি | ১৬৬ টি | ৭টি |
|
চলমান কার্যক্রম | ১৪৭.০৮ | ২৫৪ কি:মি: | ১৩১৬ মি | ১টি | ১৯২টি | ৪টি | ৬০৩৩৮১০ জন |
১৫. জেলা পরিষদ ,পাবনা
প্রকল্পের নাম | বরাদ্দের পরিমাণ | প্রকল্পের সংখ্যা | বর্ণনা | সুবিধাভোগীর সংখ্যা |
উপজেলাধীন কমপ্লেক্স ভবন নির্মাণ , চাটমোহর, ডাকবাংলো নির্মাণ | ৮৮৩৭৩৩৯.৭৩ | ২টি | ১টি সমাপ্ত অন্যটি চলমান | ১৭৭৭জন ছাত্র ছাত্রী বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ২৬০টি সেলাই মেশিন বিতরণ। |
১৬. যুব উন্নয়ন অধিদপ্তর
প্রকল্পের নাম | সংখ্যা | বরাদ্দের তারিখ | অগ্রগতির হার | সুবিধাভোগীর সংখ্যা |
যুব প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ণ | ৪টি | ৩৩৮২৫৯৪৬(লক্ষ টাকা) | সবকটি প্রকল্পের কাজ সমাপ্ত | ৩১২৬ জন |
১৭. বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড
প্রকল্পের নাম | সংখ্যা | বরাদদ্দের পরিমান | অগ্রগতির অবস্থা | সুবিধাভোগীর সংখ্যা |
পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্প, পাউবো পাবনা | ০৫টি | ২৭৫২৯.০৭ লক্ষ টাকায় | ৪টির কাজ সমাপ্ত এবং ১টি প্রকল্প চলমান | ১০০০০০ জন |
১৮. বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বেড়া
প্রকল্পের নাম | সংখ্যা | বরাদদ্দের পরিমাণ | অগ্রগতির অবস্থা | সুবিধাভোগীর সংখ্যা |
বাঁধ নির্মাণ, সংযোগ নদী নদী সংযোগ ও মৎস্য যমুনা, পদ্মা নদীর ভাঙ্গন বোধ প্রকল্প | ৩টি | ২৪৪৮৩১.৭৬ লক্ষ টাকায় | ১টি প্রকল্পের কাজ সমাপ্ত, অন্য ২টির কাজ চলমান | অত্র এলকার কৃষি উৎপাদান, মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে। |
১৯. জেলা সমবায় অফিস
প্রকল্পের নাম | সংখ্যা | বরাদ্দের পরিমাণ | বর্ণনা | অগ্রগতির হার | সুবিধভোগীর সংখ্যা |
আশ্রয়ণ প্রকল্প, গ্রাম উন্নয়ন কর্মসূচী | ৪টি | ৯৩.৯৩ (লক্ষ টাকা) | স্বনির্ভর করা, দারিদ্র বিমোচন হ্রাস করা, আত্নকর্মসংস্থান সহযোগিতা সৃষ্টি করা | সবকটি প্রকল্পের কাজ চলমান | ৬১১৩ জন্য |
২০. ফায়ারসর্ভিস ও সিভিল ডিফেন্স
প্রকল্পের নাম | সংখ্যা | বরাদ্দের পরিমাণ | বর্ণনা | অগ্রগতির হার | সুবিধাভোগীর সংখ্যা |
ফায়ারসার্ভিস স্টেশন স্থাপন | ৪টি | ৪০৫০২০০০ টাকা | পানিবাহী গাড়ী ক্রয়,অগ্নিনির্বাপনী সরঞ্জাম ক্রয় | সবক’টি প্রকল্পে কাজ সমাপ্ত। | সুজানগর, ফরিদপুর, ভাংগুড়া, চার্টমোহর এলাকায় জনসাধারণ। |
২১. জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়
প্রকল্পের নাম | সংখ্যা | বরাদ্দের পরিমাণ | শুরুর তারিখ | সমাপ্তির তারিখ | সুবিধাভোগীর সংখ্যা |
ভিজিএফ, ভিজিডি, টিআর, কাবিখা, ওএমএস, ইআর ইত্যাদি | ২টি | চাল ৭৯৬২৮ মে.টন গম ৩৫৬৭৮ মে.টন | ০১/০৭/০৯ | ৩০/০৬/১৩ | ৯৬৩৭৬৭৯ জন |
২২. সিভিল সার্জন
প্রকল্পের নাম | অর্থ বছর | স্বাস্থ্য অধিদপ্তর | মন্ত্রণালয় | আয় | ||
বরাদ্দ | খরচ | বরাদ্দ | খরচ | |||
মেডিকেল সার্জিকেল রিকুইজিটি এমএসআর | ২০০৮-২০১৩ পর্যন্ত | ১১১৩৪৮৫২০ | ১০২৪৩৯১৭৮.৬১ | ২৭৬১৫৯৮৮.৪৯ | ২৭২৮১২৫৯.৪০ | ৩১৯৮২৫০ |
২৩. জেলা শিক্ষা অফিসারের কার্যালয়
প্রকল্পের নাম | সংখ্যা | বরাদ্দের পরিমাণ | অগ্রগতির হার |
সেক্টর এডুকেশন ডেভেলপমেন্ট, টিচিং কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট | ২টি | ২৩৬৯২৬৪০ | ০১/০৭/২০০৯ থেকে কাজ চলমান |
২৪. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
শিক্ষক নিয়োগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত শিক্ষক নিয়োগ
প্রধান শিক্ষক: ৮১ জন
সহকারী শিক্ষক: ১৩৬০ জন
রেজি: বেসরকারি প্রাথমিক বিদ্যালয়: ২১৩ জন
২০০৯-২০১৩ সাল পর্যন্ত পাঠ্যপুস্তক হিসাব
অর্থ বছর | বরাদ্দ (বই) | বিতরণ (বই) |
২০০৯-১৩ | ৭৬২১০০৫ | ৫৭৮৫৯৪ জন |
২০০৯-২০১৩ সাল পর্যন্ত উপবৃত্তির হিসাব
অর্থ বছর | বরাদ্দ | বিতরণ | সুবিধাভোগী ছাত্র-ছাত্রীর সংখ্যা |
২০০৯-১৩ | ৫১৮০০৯৩২০ | ৫০৭৯১০১৫০ | ৫৮৬৫৪৮ জন |
২৫. জেলা প্রানিসম্পদ দপ্তর
প্রকল্পের নাম | সংখ্যা | বরাদ্দের পরিমাণ | অগ্রগতির হার | সুবিধাভোগীর সংখ্যা |
অংশীদ্বারিত্বমূলক উন্নয়ন প্রকল্প, উৎপাদন জোরদার পালন প্রকল্প | ০৬টি | ৫৭২০০০০০/- | ৩টি প্রকল্পের কাজ সমাপ্ত ও ২টি কাজ চলমান | ৩১৯০ জন |
২৬. কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
প্রকল্পের নাম | সংখ্যা | বরাদ্দের পরিমাণ | অগ্রগতির হার | সুবিধাভোগীর সংখ্যা |
প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও step কার্যক্রম | ২টি | ৩৮৫৫৫৮০৭ | ১ম টির কাজ সমাপ্ত এবং অন্যটি কাজ চলমান | ৪০০০ জন |
২৭. বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট
প্রকল্পের নাম | সংখ্যা | বরাদ্দের পরিমাণ | বর্ণনা | অগ্রগতির হার | সুবিধাভোগীর সংখ্যা |
গবেষণা পাইলট প্রকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গৃহীত প্রজেক্ট | ০৫টি | ৩২৭১.৭৫ লক্ষ টাকায় | বায়োটেকনলজি গবেষণার, চাল, খেজুর ,গোলপাতা উন্নয়নে পাইলট প্রকল্প | সবকটি প্রকল্পের কাজ সন্তোষজনকভাবে চলমান রয়েছে | ৩৪২২০ |
২৮. পাবনা মেডিকেল কলেজ
ক্রমিক নং | প্রকল্পের সংখ্যা | প্রকল্প ব্যয় | সুবিধাভোগীর সংখ্যা |
১ | ২ | ৩৬৭৫.০০ লক্ষটাকা | পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, কুষ্টিয়া, জেলার আপামর জনসাধারন |
২৯. এলজিএসপি-২ প্রকল্পের অনুকূলে প্রাপ্ত বরাদ্দ
উপজেলার সংখ্যা | বিবিজি | পিবিজি | মোট |
৯ | ৯৭৫৫৬৫৪৫.০০ | ১১০৩৮২৮৯.০০ | ১০৮৫৯৪৮৩৪.০০ |
৩০. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
প্রকল্পের বর্ণনা | প্রকল্প ব্যয় | প্রকল্প বর্ণনা |
চাষী পর্যায়ে উন্নত কৃষি সেবা প্রদানের উদ্দেশ্যে পরিচালিত প্রকল্প | ২৩৪০১৮২৯৪.০০ টাকা | বস্নক প্রদর্শনী ও কৃষক প্রশিক্ষণ, মাঠ ও উদ্যান ফসল প্রদর্শণী, ফল বাগান স্থাপন, কম্পোস্ট ও জৈব সার উৎপাদন ইত্যাদি |
৩১. বিএডিসি
প্রকল্পের নাম | প্রকল্প ব্যয় | প্রকল্প বর্ণনা | সুবিধাভোগীর সংখ্যা |
পাবনা, নাটোর, সিরাজগঞ্জ ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্প, জলবদ্ধতা দূরীকরণ, কৃষি উৎপাদন বৃদ্ধি কর্মসূচী, ভূ-পরিস্থ পানি সংরক্ষণ ও সেচ সম্প্রসারণ কর্মসূচী | ২৩৪০.৫৯ লক্ষ টাকা | ভূ-পরিস্থ পানি সংরক্ষণ ও সেচ সুবিধা, অকেজো গভীর নলকূপ পুনর্বাসন ইত্যাদি | ৩৬৭৫০ জন |
৩২. দূর্যোগ ব্যবস্থাপনা শাখা
প্রকল্পের নাম | বরাদ্দের পরিমাণ | প্রকল্পের বর্ণনা | সুবিধাভোগীর সংখ্যা |
২০০৮-০৯, ২০০৯-১০, ২০১০-১১, ২০১১-১২, ২০১২-১৩ কাবিখা কর্মসূচী , টিআর কর্মসূচী, টিআর সাধারণ, ব্রীজ/কালভাট নির্মাণ, অতি দরিদ্রের কর্মসংস্থান কর্মসূচী | চাল/গম (মে.টন) ৩৭৮৪০৯৬.১০ অর্থ বরাদ্দ ৭২৩০৫২৪৪৩.২০ বরাদ্দকৃত কার্ড ১৩৫৩৬ টি কার্ড | প্রতিষ্ঠান ও রাস্তা উন্নয়ন | প্রায় ৩৫১২০৯১ জন |
৩৩. বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ
প্রকল্পের নাম | প্রকল্পের ব্যয় | প্রকল্পের বর্ণনা | সুবিধাভোগীর সংখ্যা |
অচালু/অকেজো গভীর নলকূপ সচল করণ প্রকল্প বনায়ন, গভীর নলকূপ হতে খাবার পানি সরবরাহ, বরেন্দ্র সমন্বিত এলাকা উন্নয়ন প্রকল্প, গণকূপস্থান প্রকল্প, কৃষি পণ্য বাজারজাত করণ প্রকল্প, গ্রামীণ যোগাযোগ উন্নয়ন প্রকল্প | ৫২১২.৭৫ (লক্ষ টাকা) | ৬১০ মি. দৈঘ্য বিশিষ্ট ১৯টি গভীর নলকূপ স্কীমে সেচ নালা নির্মাণ সরকারী রাস্তায় বীজ বপন ইত্যাদি | প্রায় ৩৫৮০০ জন |
৩৪. গণযোগাযোগ অধিদপ্তর
প্রকল্পের নাম | বরাদ্দের পরিমাণ | অগ্রগতির হার | সুবিধাভোগীর সংখ্যা |
শিশু ও নারী উন্নয়ন যোগযোগ কার্যক্রম ভায়েলেন্স অ্যাগেস্টে ওমেন | ৯,৬৯,১৫৭ | সন্তোষজনক ভাবে সমাপ্ত | ২,১৩,৮৯৫ |
৩৫. জেলা পরিবার পরিকল্পনা অফিস
প্রকল্পের নাম | প্রকল্প ব্যয় | প্রকল্পের বর্ণনা | সুবিধাভোগীর সংখ্যা |
পাবনা জেলার সুজানগর উপজেলাধীন হাটখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ, আঞ্চলিক নগর সম্প্রসারণ কাজ, পরিবার পরিকল্পণা বিভিন্ন অবকাঠামো মেরামত ও সংস্কার কাজ | ৩৬১.৩৮ লক্ষ টাকা | হাটখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দ্বিতল ভবন নির্মাণ, মেরামত সংস্কার কাজ এবং সীমানা প্রাচীর নির্মাণ, অঞ্চলিক পাবনার একতালা ভবন নির্মাণ কাজ | প্রায় ১২,২০,০০০ জন |
৩৬. গণযোগাযোগ অধিদপ্তর
প্রকল্পের নাম | বরাদ্দের পরিমাণ | অগ্রগতির হার | সুবিধাভোগীর সংখ্যা |
শিশু ও নারী উন্নয়ন যোগযোগ কার্যক্রম ভায়েলেন্স অ্যাগেস্টে ওমেন | ৯,৬৯,১৫৭ | সন্তোষজনক ভাবে সমাপ্ত | ২,১৩,৮৯৫ |
৩৭.জেলা পরিবার পরিকল্পনা অফিস
প্রকল্পের নাম | প্রকল্প ব্যয় | প্রকল্পের বর্ণনা | সুবিধাভোগীর সংখ্যা |
পাবনা জেলার সুজানগর উপজেলাধীন হাটখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ, আঞ্চলিক নগর সম্প্রসারণ কাজ, পরিবার পরিকল্পণা বিভিন্ন অবকাঠামো মেরামত ও সংস্কার কাজ | ৩৬১.৩৮ লক্ষ টাকা | হাটখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দ্বিতল ভবন নির্মাণ, মেরামত সংস্কার কাজ এবং সীমানা প্রাচীর নির্মাণ, অঞ্চলিক পাবনার একতালা ভবন নির্মাণ কাজ | প্রায় ১২,২০,০০০ জন |
৩৮. সিনিয়ন জেলা নির্বাচন অফিসারের কার্যালয়
প্রকল্পের নাম | প্রকল্প ব্যয় | প্রকল্পের বর্ণনা | সুবিধাভোগীর সংখ্যা |
কনষ্ট্রাকশন অব উপজেলা এন্ড রিজিওনাল সার্ভার স্টেশন ফর ইলেকট্রোরাল ডাটাবেজ | ১৫৮.৩৫ লক্ষ টাকা | নির্বাচন কমিশন সচিবলায়ের অধীনে কনস্ট্রাকশন অব উপজেলা এন্ড রিজিওনাল সার্ভার স্টেশন ফর ইলেকট্রোরাল ডাটাবেজ | পাবনা জেলার সকল ভোটার |
৩৯. মহিলা বিষয়ক অধিদপ্তর
প্রকল্পের নাম | প্রকল্প ব্যয় | প্রকল্পের বর্ণনা | সুবিধাভোগীর সংখ্যা |
ভিজিডি, মাহিলাদের আত্নকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ তহবিল নিবন্ধণকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি, দরিদ্র মার জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচ,, কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল | ৩৮৯৫১৪৯৭ মাসিক মাথাপিছু গম/চাল ৩০ কেজি | দু:স্থ মহিলাদের মধ্যে ভিজিডি বিতরণ ,মহিলাদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান, আত্নকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ প্রদান। | ৬২৩৯৮ |
৪০. ভাঙ্গুড়া পৌরসভা কার্যালয়
প্রকল্পের নাম | প্রকল্প ব্যয় | প্রকল্পের বর্ণনা | প্রকল্পের সুবিধাভাগীর সংখ্যা |
২০০৯-২০১০ এডিপি, ২০১০-১১, ২০১১-১২, ২০১২-১৩ | ১৪৫৩৪০৪৪.৪৫ | রাস্তা মসজিদের বারান্দা নির্মাণ, গর্ত মাটি দ্বারা ভরাট, আর সিসি, ঘাট নির্মান, ঘাট পরিস্কার, ড্রেন বর্ধিত করণ, রাস্তা উন্নয়ন | প্রায় ১৭২৭০ জন |
৪১. বেড়া পৌরসভা কার্যালয়
প্রকল্পের নাম | প্রকল্প ব্যয় |
২০০৯-১০, ২০১০-১১, ২০১১-১২, ২০১২-১৩, উপজেলা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্প, পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্প | ৫৭৫০০০০০ টাকা |
৪২. ঈশ্বরদী পৌরসভা কার্যালয়
প্রকল্পের নাম | প্রকল্প ব্যয় | প্রকল্প বর্ণনা |
রাস্তা পুন:নির্মাণ, ট্রাফিক সিগন্যাল সিস্টেম নির্মাণ, ড্রেন নির্মাণ, রোড কার্পেটিং, রোড বিসি করন, সিসি রাস্তা নির্মাণ, সোলিং রাস্তা নির্মাণ করা | ১০৬০১২৯৩৬.০০ | জনসাধারনের চলাচলের রাস্তা, ড্রেন, মসজিদের কাজ ও রাস্তা |
৪৩. পাবনা পৌরসভা কার্যালয়
প্রকল্পের নাম | বরাদ্দের পরিমাণ | অগ্রগতির হার | সুবিধাভোগীর সংখ্যা |
পাবনা শহরের বিভিন্ন স্থানের রোড, ড্রেন, লেনের উন্নয়ন | ১৪৭৮.৮৬ লক্ষ | কিছু প্রকল্পের কাজ সমাপ্ত অন্যান্য গুলি কাজ চলমান | পৌরসভার সকল অধিবাসী |
৪৪. ফরিদপুর পৌরসভা
প্রকল্পের নাম | বরাদ্দের পরিমাণ | অগ্রগতির হার | সুবিধাভোগীর সংখ্যা |
ফরিদপুর পৌরসভার বিভিন্ন স্থানের রোড ড্রেন, লেন, উন্নয়ন প্রকল্প | ৫,২৯,১৯,০০৯/- | অধিকাংশ সমাপ্ত অবশিষ্ট কার্যক্রম চলমান | ফরিদপুর পৌরসভার সকল অধিবাসী |
৪৫. উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সদর
প্রকল্পের নাম | বরাদ্দের পরিমাণ | শুরুর তারিখ | সমাপ্তর তারিখ | সুবিধাভোগীর সংখ্যা |
বিদ্যালয় মেরামত বয়সভাতা, প্রতিবন্ধি ভাতা মুক্তিযোদ্ধার সহ অন্যান্য ভাতা | ৫৯১০৪৬৯৮৮ | ২০০৯ | ২০১৩ | প্রায় ৮৩৬২৮৫ জন |
৪৬. উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সাঁথিয়া
প্রকল্পের নামা | অর্থবছর | সংখ্যা | বরাদ্দের পরিমাণ | ব্যায়িত অর্থ | সুবিধাভোগীর সংখ্যা |
বার্ষিক উন্নয়ন কর্মসূচী | ২০০৯-১৩ | ৩৪৭ টি | ৪৩২১০০০০/- | ৪০৮১০০০০/- | ১৮২ টি বাসা বাড়ি মেরামত |
৪৭. উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, আটঘরিয়া।
প্রকেল্পর নাম | বরাদ্দের পরিমাণ | অগ্রগতির হার | সুবিধাভোগীর সংখ্যা |
এডিপি, সৌহার্দ কর্মসূচি, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী | ২৪,৪৪,১৪,৫২৯/- | সন্তোষজনক ভাবে সমাপ্ত | ৮৮৮৫০ জন |
৪৮. সড়ক বিভাগ
প্রকল্পের নাম | বরাদ্দের পরিমাণ | অগ্রগতির হার | সুবিধাভোগীর সংখ্যা |
সড়ক নির্মাণ প্রকল্প ব্রীজ , কালভার্ট নির্মাণ ইত্যাদি | ২৮২৪৬.৬৮(লক্ষটাকা | সন্তোষজনকভাবে সমাপ্ত | কয়েক লক্ষজনগণ প্রায় |
৪৯. জেলা সমাজ সেবা কার্যালয়
প্রকল্পের নাম | বরাদ্দের পরিমাণ | শুরুর তারিখ | সমাপ্তির তারিখ | সুবিধাভোগীর সংখ্যা |
কমিউনিটি হেলথ এন্ড হার্ট হাপাতাল | ১৭২৩.৫৯ (লক্ষটাকায়) | এপ্রিল/১১ | জুন/১৪ | কয়েক লক্ষজনসাধারণ |
৫০. বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়
প্রকল্পের নাম | বরাদ্দের পরিমাণ | অগ্রগতির হার | সবিধাভোগীর সংখ্যা |
সামাজিক বনায়নের মাধ্যমে কর্মসংস্থান চারা উৎপাদন প্রশিক্ষণ | ১৩৭৮০৪৭৫/- | সবক’টি প্রকল্পের কাজ সমাপ্ত | ১০৩২৫ পরিবারের মধ্যে চারা বিতরণ উপকারভোগী ১৮৭১ জন |
৫১. জেলা মৎস্য কর্মকর্তার দপ্তর
প্রকল্পের নাম | বরাদ্দের পরিমাণ | অগ্রগতির হার | সুফলভোগীর সংখ্যা |
সুজানগরে গাজনার বিলের সংযোগ নদী মৎস্য প্রকল্প, জীববৈচিত্র সংরক্ষণ প্রকল্প | ২৯৯৭.৭৬৮ (লক্ষটাকা) | ৬৯.৭৫% সন্তোষজনকভাবে চলমান | ১৪৩৮২ জন |
৫২. উপজেলা প্রকৌশলীর কার্যালয়, বেড়া
অর্থবছর | প্রকল্পের সংখ্যা | প্রাপ্ত বরাদ্দ | মোট খরচ |
২০০০-২০১৩ | ২৩৬টি | ২৬৯.১৫ লক্ষটাকায় | ২৯৪.৫৭(লক্ষটাকায়) |
৫৩. ইসলামিক ফাউন্ডেশন
প্রকল্পের নাম | বরাদ্দের পরিমাণ | অগ্রগতির হার | সুবিধাভোগীর সংখ্যা |
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা, পাঠ্যক্রম মানবসম্পদ উন্নয়ণ শীর্ষক প্রকল্প | ৮৬৭২৩০০০/- | ৩টি প্রকল্প সন্তোষজনকভাবে সমাপ্ত এবং ১টি চলমান | ৬৪০ জন |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস