Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা প্রশাসকের বার্তা

মু: আসাদুজ্জামান

জেলা প্রশাসক, পাবনা

বিশ্বায়নের এই যুগে তথ্য প্রযুক্তির উন্নয়নের উপর টেকসই উন্নয়ন অনেকাংশে নির্ভরশীল। মুক্ত বাজার অর্থনীতি ও প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বে টিকে থাকতে তথ্যের অবাধ আদান প্রদান নিশ্চিত করতে হবে। কম্পিউটার ব্যবহারের মাধ্যমে স্বল্পতম সময়ে তথ্যাদি বিনিময় করা সম্ভব। কম্পিউটার ব্যবহারের মাধ্যমে আমরা ইন্টারনেট ও ই-মেইল সংযোগ পেতে পারি; যার মাধ্যমে বিশাল তথ্য ভান্ডারে ( Information Super Highway ) প্রবেশ করা সম্ভব। বিভিন্ন পেশাজীবি মানুষের দৈনন্দিন কার্য সম্পাদনে প্রতিনিয়ত কোন না কোন সমস্যার সম্মুখীন হতে হয়। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। মোবাইল, ইন্টারনেট ও ফ্যাক্স ইত্যাদি যান্ত্রিক শক্তি দূরকে করেছে নিকট এবং কঠিনকে করেছে সহজ আর সাশ্রয় করেছে সময় ও অর্থ। সরকার ২০৪১ সনের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষমাত্রা নির্ধারণ করেছে। "Web Portal” এ লক্ষ্য অর্জনের অন্যতম পদক্ষেপ।  সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ‘‘Web Portal” নির্মানে জেলা প্রশাসন, পাবনা সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিতকরণের নিমিত্ত একজন দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এবং তথ্য কেন্দ্র খোলা হয়েছে। তথ্য কেন্দ্রের মাধ্যমে যে কোন তথ্য জনগণ সহজেই জানতে পারছে। এছাড়া জনগনের নিকট হতে প্রাপ্ত আবেদনপত্র/ অভিযোগসমূহের বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এর মাধ্যমে প্রশাসনের কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে।

ইন্টারনেটের মাধ্যমে জেলা প্রশাসনের সাথে তথ্য আদান-প্রদানের মাধ্যমে সরকারী কর্মকান্ডে গতিশীলতা আনয়ন এবং সরাসরি নাগরিক সেবা প্রদানে ডিজিটাল পদ্ধতি প্রবর্তনের জন্য জেলা প্রশাসন, পাবনার পক্ষ থেকে সর্বাত্বক প্রচেষ্টা নেয়া হয়েছে। স্বল্পতম সময়ে নাগরিক সেবা প্রদানে ডিজিটাল পদ্ধতি প্রবর্তনই এর মূল লক্ষ্য। পরিশেষে বলা যেতে পারে পাবনা সম্পর্কে জানতে আগ্রহী যে কেউ ‘‘Web Portal” এর মাধ্যমে পাবনা সম্পর্কে যে কোন তথ্য জানতে পারবে।

ওয়েবপোর্টালটিকে অধিকতর জনসম্পৃক্ত ও কল্যাণমুখী করার জন্য যে কোন পরামর্শ সাদরে ও কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা হবে। যাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এ ‘‘Web Portal” তৈরী হলো তাঁদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।