শাখাটি জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত হলেও শাখাটির বরাদ্দ স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দেয়া হয়ে থাকে
জন্ম ও মৃত্যু সনদ সংশোধন ;
ইউপি সচিবদের এনওসি প্রদান ;
পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউপি সচিব, গ্রাম পুলিশদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিষ্পত্তিকরণ ;
ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিদেশ ভ্রমনের অনুমতি প্রদান ;
ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সম্মানীভাতা প্রদান,
ইউপি সচিবদের লামগ্রান্ড ও আনুতোষিক ভাতা প্রদান ;
অবসরকালীন গ্রামপুলিশদের এককালীন অনুদান প্রদান ;
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অধীন যেমন উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদসমূহের কার্যক্রম পরিদর্শন, দর্শন ও মনিটরিং করা হয়। জনম ও মৃত্যু সনদ সংশোধন ; ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিদেশ ভ্রমনের অনুমতি প্রদান ; ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সম্মানীভাতা প্রদান, ইউপি সচিবদের লামগ্রান্ড ও আনুতোষিক ভাতা প্রদান ; অবসরকালীন গ্রামপুলিশদের এককালীন অনুদান প্রদান ; গ্রামপুলিশদের পোশাক সরবরাহ ; এলজিএসপি-৩ বিষয়ক প্রকল্প বিল ছাড়করণের অনাপত্তি প্রদান ; অডিট আপত্তি নিষ্পত্তিকরণ ; আন্ত: উপজেলা ঘাট ইজারা ব্যবস্থাপনা ; ইউনিয়ন ওয়ার্ড সীমানা নির্ধারণ, পুনঃ নির্ধারণ,নামকরণ ইত্যাদি বিষয়ে কার্যক্রম গ্রহণ ; ইউপি সচিবদের পাসপোর্ট ইস্যু/ নবায়নের ছাড়পত্র প্রদান প্রভৃতি। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS