Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নেজারত শাখা
বিস্তারিত
নেজারত শাখা জেলা প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা। এই শাখার উপর জেলা প্রশাসনের ভাবমূর্তি অনেকাংশে নির্ভর করে। নেজারত শাখা লজিস্টিকস-এর দায়িত্ব পালন করে এবং সেবা প্রদানকারী হিসেবে কাজ করে। এ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নেজারত ডেপুটি কালেক্টর বা এনডিসি বলা হয়।

নাগরিক সেবা

0


চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম
এ শাখায় মূলত নিম্নের কাজগুলো হয়।
- প্রটোকল ও বিশিষ্ট অতিথিবর্গের ভ্রমণসূচি অনুযায়ী কার্যক্রম।
- রাষ্ট্রীয়, সরকারি ও অন্যান্য অনুষ্ঠানের ব্যবস্থপনা।
- সার্কিট হাউজ, রেস্ট হাউজ, ডাক বাংলো ইত্যাদি ব্যবস্থাপনা।
- যানবাহন হুকুম দখল সংক্রান্ত কাজ।
- কর্মচারী সংস্থাপন, প্রসেস জারি, উমেদার সংক্রান্ত বিষয়।
- অফিস মেশিনারি ও যন্ত্রপাতি সংরক্ষণ ও ব্যবস্থাপনা।
- সরকারি বাসা বরাদ্দ সংক্রান্ত কাজ।
- গুপ্তধন ও অন্যান্য অস্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজ।
- পরিবহন পুলের যানবাহন রক্ষণাবেক্ষণ, মেরামত ও জ্বালানী তেলের হিসাব সংরক্ষণ।
- শিক্ষানবিশ অফিসারদের তত্বাবধায়ন সহ নানা ধরণের কাজ। 
- মালামাল সংরক্ষণের কাজ। 
- চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন-ভাতার দায়িত্ব পালন। 
- ইটভাটার লাইসেন্স প্রদান। 
 

যোগাযোগ

মোবাইল: ০১৭৪০-৫৯০২১৩, ফোন: +৮৮০২৫৮৮৮৪৫৪৫৯, ইমেইল: nazarotpabna@gmail.com


অন্যান্য

0


ছবি
pabna.gov.bd/dcoffice_section/d477ede3_1ab2_11e7_8120_286ed488c766/9b45e8d6a27b7e5632e0564fac68032f.jpg
ভারপ্রাপ্ত কর্মকর্তা